Wellcome to National Portal
Main Comtent Skiped

বিধবা ভাতা

বাংলাদেশ একটি পুরুষ শাসিত দেশ । যদিও নারি এখন সকল কাজ কর্মে অংশ গ্রহন করিতেছে । তারপরও সমাজে নারিদের অধিকার পুরুষের চেয়ে অনেক কম । একজন নারির যখন স্বামী মারা যায় বা তালাক প্রাপ্ত‍া হয় তথন ঐ নারির দিন কাটে অতি কষ্টে । হয় স্বামীর ভিটাবাড়ীতে সে অবস্থান করেন অথবা পিতার বাড়ীতে ছেলে মেয়েকে নিয়ে অতি কষ্টে জীবন যাবন করেন । অধিকাংশ নারি জীবন হয়ে ওঠে অত্যন্ত কষ্টকর । সরকার এদের কষ্টের কথা চিন্তা ও দুর্দশার কথা ভেবে সরকারিভাবে যদিও সকল বিধবাকে ভাতা দেওয়া সম্ভব হয় না তবুও সরকার চেষ্টা করে এদেরকে তিন মাস অন্তর অন্তর নূন্যতম একটা ভাতা প্রদান করা । আর এই ভাতার টাকা দিয়ে তাহার সংসার চালানোর জন্য অনেকখানি লাঘোব ও উপকৃত হয় ।  পারিবারিভাবে এই সকল বিধবা কিছুটা হলেও অসহায়ের হাত থেকে রক্ষা পায় । সরকারের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই । সরকারিভাবে অত্র দূর্গাহিাটা  ইউনিয়নে মোট বিধবার মধ্যে 220 জন বিধবাকে প্রতি বছর সরকার ভাতা প্রদান করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে ।