Wellcome to National Portal
Main Comtent Skiped

বয়স্ক ভাতা

আজকের শিশু আগামী দিনের ভবিষৎ । এই শিশুই শিশুকাল অতিবাহিত থেকে বড় হয়ে হয় যুবক তারপর সাংসারিক জীবনে কর্তা । কিন্তু যুবককাল শেষে তাহার শুরু হয় বার্ধক্যকাল । এই বাধ্যকাল কাটে তাহার অত্যান্ত কষ্টের । ছেলে মেয়ে অনেক সময় তাহার নিকট অপর হয়ে পড়ে তখন সে নিজে কাজকর্ম করে কোন প্রকার উপার্জন না করতে পেরে নিরুপায় হয়ে মানুষের দ্বারে দ্বারে হাত পাতায় এবং ভিক্ষাবৃত্তি পথ বেচে নেয় । বেঁচে থাকার জন্য ইহা ছাড়া তাহার আর কোন গতি থাকে ।  অত্র ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে এমন পুরুষ ও মহিলার সংখ্যা অনেক রয়েছে । সরকার তাদের জন্য সুবিধা দেওয়ার জন্য বহু বৃদ্ধা আশ্রম গড়ে তুলেছেন । তাছাড়াও প্রতি ৩ তিন মাস অন্তর অন্তর ভূর্তকি হিসাবে তাদেরকে ভাতা প্রদান করেন। এই ভাতার টাকা নিয়ে ঐ সকল পুরুষ ও মহিলা অসহায় বৃদ্ধ/বৃদ্ধা জীবন যাপন করছেন । সরকারিভাবে অত্র নেপালতলি ইউনিয়নের সকল বয়স্ক ব্যক্তিদের ভাতা প্রদান করতে না পারলেও মোট 620 জন বয়স্ক লোককে ভাতা প্রদান করে আসছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সহযোগীতায় ।